কম্পিউটার প্রকৌশল জগতে Deadline একটি নিত্যনৈমেত্তিক ঘটনা। যখন কোন প্রজেক্ট আসবে আপনাকে সময় দেয়া হবে হয়ত ২ সপ্তাহ। প্রজেক্টের ম্যানুয়াল পড়া, ডিজাইন তৈরি হওয়া ইত্যাদিতে ১ সপ্তাহ কেটে যাবে। ১ সপ্তাহ পর কোন একদিন অফিসে গিয়ে জানতে পারবেন, আজকেই সেই প্রজেক্টের কোন অংশ আপনাকে টেস্টিংএ বা ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। অথচ আগের দিন পর্যন্ত আপনি জানতেন প্রজেক্টের ডেডলাইন আরো ১ সপ্তাহ পরে। আপনি কাজটি আজকেই শেষ করার প্রচেষ্টা নিবেন।
এই সময়টাতে কি কি ঘটনা ঘটবে দেখা যাক –
যাই হোক, কাজটা শেষ করে আপনি টেস্টিং টিমকে পাঠাবেন। কিন্তু এরপর দেখা যাবে, সামনের ২-৩ দিন টেস্টিং টিম থেকে কোন সাড়াশব্দ নেই। কিংবা টেস্টিং টিম ফরোয়ার্ড করলে ক্লায়েন্টেরও কোন খবর নেই।
ছুটি কাটিয়ে আপনি যখন পরের সপ্তাহে আবার অফিসে আসবেন, দেখবেন আপনার প্রজেক্ট ম্যানেজার আপনার জন্য নতুন একটা “১ রাতের” ডেডলাইন নিয়ে অপেক্ষা করছেন।
Deadline জনিত এই সমস্যার সমাধান খুজে বের করা হয়ত কঠিন হবে না। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তা প্রয়োগ কিছুটা কষ্টকর হয়ে যেতে পারে। আমার ২ বছরের চাকুরি জীবনের স্বল্প জ্ঞানে আমার মাথায় আসা চিন্তাগুলো তুলে ধরছি।
****পুনশ্চঃ টপিক হেডলাইন হীরা ভাই এর দেয়া।